১১২ টাকায় সরকারি চাকরি পেলেন ৫১ তরুণ-তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৪ আগস্ট ২০২২

মাত্র ১১২ টাকার ব্যাংক ড্রাফটে নোয়াখালী জেলা প্রশাসনে চাকরি পেলেন ৫১ তরুণ-তরুণী। কোনো তদবির বা ঘুস ছাড়াই চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

বুধবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সব প্রক্রিয়া শেষে সোমবার (২২ আগস্ট) বিকেলে ওই ৫১ তরুণ-তরুণীর হাতে ফুল ও নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ১৩-১৬ গ্রেডভুক্ত ৫১ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ১০ হাজার ৫১২ জন আবেদনকারীর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন চার হাজার ৯১৫ জন। এরপর ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৫১ জন বিভিন্ন পদের বিপরীতে নিয়োগ পান। ১৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষের পর তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক মো. শাহ আলমের মেয়ে উম্মে হাবিবা আলম। তিনি বলেন, ছোটবেলা থেকে বাবাকে দেখে অনুপ্রেরণা পেয়েছি। স্বপ্ন ছিল একদিন বড় হয়ে বাবার অফিসে চাকরি করবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিনা টাকায় চাকরি দেওয়ার জন্য জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে ধন্যবাদ।

jagonews24

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে মো. মোশাররফ হোসেন নামে আরেক নিয়োগপ্রাপ্ত বলেন, আমার সামর্থ্য নেই টাকা-পয়সা দিয়ে চাকরি নেওয়ার। ১১২ টাকা খরচে এত দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি পাবো তা স্বপ্নেও ভাবিনি। এজন্য জেলা প্রশাসকের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

অফিস সহকারী পদে নিয়োগ পাওয়া তমা সাহা বলেন, শুনেছি সরকারি চাকরি মানে ঘুসের ছড়াছড়ি। কিন্তু এ পদে চাকরির জন্য কাউকে এক টাকাও ঘুস দেওয়া লাগেনি। মাত্র ১১২ টাকা খরচে চাকরি পাব স্বপ্নেও ভাবিনি। যেহেতু ঘুস ছাড়া চাকরি পেয়েছি তাই আজীবন ঘুস ছাড়া মানুষকে সেবা দেবো।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সবাই বলে ঘুস ছাড়া নাকি চাকরি হয় না। সরকারি চাকরি পেতে ঘুস দিতে হয়। কিন্তু এখানে সবাই বিনা ঘুসে চাকরি পেয়েছে। এছাড়া যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু তারা বিনা টাকায় নিয়োগ পেয়েছে তারা যেন বিনা টাকায় মানুষের সেবা করে। যারা এবার নিয়োগ পেয়েছে তাদের দেশের জন্য অনেক কিছু করার আছে। নিষ্ঠার সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করলে দেশ দুর্নীতিমুক্ত হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।