হাসপাতালে ডাক্তার অনুপস্থিত, রোগীদের হইচই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ আগস্ট ২০২২

নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অফিস সময়ের এক ঘণ্টা পরও কোনো চিকিৎসক না পেয়ে রোগীরা হইচই শুরু করেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

উপস্থিত রোগীরা জানান, সকাল ৮টায় ডাক্তারদের উপস্থিত থাকার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মহিউদ্দিন আবদুল আজিমসহ কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না।

কাদির হানিফ ইউনিয়ন থেকে পেটব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা মো. আবদুল করিম (৪৫) বলেন, অসহ্য যন্ত্রণা নিয়ে দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়েও ডাক্তার না আসায় চিকিৎসা নিতে পারেননি তিনি।

হাসপাতালে ডাক্তার অনুপস্থিত, রোগীদের হইচই

এ সময় বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় দীর্ঘক্ষণ চিকিৎসা সেবা না পেয়ে অনেকে হইচই শুরু করেন। তারা এ ঘটনায় তদন্ত করে দায়ীদের শাস্তির দাবিও করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মহিউদ্দিন আবদুল আজিম জাগো নিউজকে বলেন, আমি সকাল সোয়া ৯টায় অফিসে এসেছি। হাসপাতালে ৪০-৪৫ জন ডাক্তার রয়েছেন। তারা কেন অনুপস্থিত ছিল তা তত্ত্বাবধায়ককে জিজ্ঞেস করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।