মালয়েশিয়া থেকে এসে বঁটির আঘাতে স্ত্রীকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২২

যশোরের ঝিকরগাছায় স্বামীর বঁটির আঘাতে রিক্তা খাতুন (১৮) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

নিহত রিক্তা যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। তার স্বামী আকাশ খান ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিক্তা খাতুনের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, রিক্তার স্বামী আকাশ মালয়েশিয়া ছিলেন। ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে রিক্তা তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিলেন। হঠাৎ আকাশ এসে বঁটি দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রিক্তা মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঁটির আঘাতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যহত রেখেছে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।