রামপাল বিদ্যুৎ প্রকল্পের ২০ টন পাইপবোঝাই তিন ট্রাক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

যশোরের অভয়নগরে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের ২০ টন জিআই পাইপবোঝাই তিনটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) দিনগত মধ্যরাতে উপজেলার তালতলা এলাকায় তালতলা স্টোন হাউজের বালির ডিপো থেকে ট্রাক তিনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট এলাকার মেসার্স সারথী ট্রান্সপোর্টের কর্মকর্তা মেজবাহ উদ্দিন রানা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন। জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

উদ্ধার জিআই পাইপগুলোর মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

রামপাল বিদ্যুৎ প্রকল্পের ২০ টন পাইপবোঝাই তিন ট্রাক উদ্ধার

গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার নাভারণ উত্তর বুরুজবাগান এলাকার মৃত মারফতউল্লাহর ছেলে মো. আব্দুস সবুর (৪০), বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাজন হোসেন (২৬), একই গ্রামের বাকি বিল্লাহর ছেলে মো. হুসাইন কবির (২৭) ও ভবেরবেড় গ্রামের রফিকের ছেলে সুলতান (২৬)।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মেজবাহ উদ্দিন বেনাপোল পোর্ট এলাকায় মেসার্স সারথী ট্রান্সপোর্টের একজন কর্মকর্তা। গ্রেফতার আব্দুস সবুর তাদের প্রতিষ্ঠানে স্কটম্যান হিসেবে কাজ করেন। ট্রান্সপোর্টের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে রি-এক্সপোর্ট ২০ টন, দুই ইঞ্চি মোটা বিভিন্ন সাইজের পুরাতন জিআই পাইপ, যার আনুমানিক মূল্য আট লাখ ৪০ হাজার টাকা দুটি ট্রাকে (ঢাকা মেট্রো ট- ১৪-১৮০৬) ও (ঢাকা মেট্রো ট- ১৪-৪১৯৪) লোড করা হয়। ট্রাক দুটি ভাড়া করেন স্কটম্যান আব্দুস সবুর।

রামপাল বিদ্যুৎ প্রকল্পের ২০ টন পাইপবোঝাই তিন ট্রাক উদ্ধার

মঙ্গলবার (৩০ আগস্ট) পাইপবোঝাই ট্রাক দুটি রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার (৩১ আগস্ট) রাতে অভয়নগরের তালতলা স্টোন হাউজের বালির ডিপোর পেছনে অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো এ- ২০-০৫৬৯) ওই পাইপ বিক্রির উদ্দেশ্যে লোড করা হয়। এ সময় স্থানীয় জনগণ তিনটি ট্রাক আটকে পুলিশে খবর দেন। পরে ওই রাতে আব্দুস সবুরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন মেজবাহ উদ্দিন।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, জিআই পাইপবোঝাই ট্রাক তিনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার চারজনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।