শরণখোলা-ঢাকা রুটে ফের লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

দীর্ঘ ১৫ বছর পর উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা থেকে আবারও নতুন করে শুরু হয়েছে লঞ্চ চলাচল।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রায়েন্দা ঘাট থেকে যাত্রী নিয়ে পুবালী-৭ নামে প্রথম লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে এসে সকাল ৮টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরিঘাটে নোঙর করে।

jagonews24

রায়েন্দা থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে একটি করে বিলাসবহুল লঞ্চ। এতে কোনো রকম বিড়ম্বনা ছাড়াই নৌপথে খুব কম খরচে আসা-যাওয়া করতে পারবেন ঢাকা-চট্টগ্রামে কর্মরত হাজার হাজার পোশাক কারখানার কর্মীসহ এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। লঞ্চ সার্ভিস ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শরণখোলা-ঢাকা রুটে পুবালী-৭, মানিক-১, রেড সান-৫ নামের তিন তলাবিশিষ্ট বিলাসবহুল তিনটি লঞ্চ যুক্ত হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।