ক্লিনিকের ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ মাংস, জরিমানা ৩৫ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখা হয়

মানিকগঞ্জের সিংগাইরে ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের অপরাধে একটি ক্লিনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও প্রেগনেন্সি টেস্ট কিট বিক্রি করায় আরেকটি হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহরাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলার সাহরাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও প্রেগনেন্সি টেস্ট কিট রাখায় ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালকে ১৫ হাজার টাকা এবং ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের অপরাধে সাহরাইল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।