‘ভেবেছিলাম ইলিশ কিনবো, কিন্তু দাম অনেক বেশি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরুর পর থেকেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে দাম। সারাদেশের মতো রাজশাহীতেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। ফলে ভরা মৌসুমেও ইলিশ কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষদের।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজশাহীর সাহেববাজার, নিউমার্কেট মাস্টারপাড়া, শালবাগান বাজার ঘুরে এমনটা দেখা গেছে।

মাছ বিক্রেতাদের সঙ্গ কথা বলে জানা যায়, রাজশাহীতে বরগুনার পাথরঘাটার ইলিশের ভালো চাহিদা। চকচকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজি। যা গত সপ্তাহের চেয়ে ৩০০ টাকা বেশি। এছাড়া ছোট ইলিশ ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি।

raj-(3)

কলেজছাত্র আবু সাঈদ মাছ কিনতে এসেছেন সাহেববাজারে। জানতে চাইলে তিনি বলেন, ‘ভেবেছিলাম একটা ইলিশ কিনবো। কিন্তু দাম কয়েক দিন আগের তুলনায় অনেক বেশি। দেড় হাজার টাকায় ইলিশ খাবো না। তাই একটা সিলভারকার্প কিনেছি ২০০ টাকায়।’

তিনি আরও বলেন, ‘মাছের দাম দিন দিন বাড়ছেই। এভাবে চলতে থাকলে মাছ খাওয়া ছেড়ে দিতে হবে। কিছু বলার নেই। তাই যেখানে দুই কেজি মাছ কিনতাম, সেখানে হয়তো এক কেজি কিনি। আমাদের খেয়ে তো বাঁচতে হবে।’

raj-(3)

সাহেববাজারের মাছ বিক্রেতা জয়নাল বলেন, ‘আমাদের কিছু করার নাই। পাইকারি বাজারে মাছ মিলছে কম। ফলে দিন দিন দাম বাড়ছে। ভারতে ইলিশ গেলে দেশে দাম বাড়ে। শুনছি ভারতে হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ। আর আমরা দেশে থেকেই পাইকারি বেশি দাম দিয়ে কিনছি। ফলে কম দামে তো বিক্রি করতে পারি না।’

ভারতে ইলিশ কী দামে পাঠানো হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ আবদুল হাকিম জাগো নিউজকে বলেন, প্রথম দিনে আট টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। প্রতি কেজি ১০ ডলার দামে সেগুলো দেওয়া হয়। ইলিশ পচনশীল হওয়ায় রপ্তানি কার্যক্রম দ্রুত করতে কাস্টমসের মাঠ পর্যায়ের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসজে/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।