ক্যানালের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

নীলফামারীর ডোমারে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটি মকবুলের ডাঙ্গা ক্যানালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চিলাহাটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মকবুলের ডাঙ্গা ক্যানালের পাশে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নবজাতকের মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়।

ক্যানালের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নবজাতকটি রাতেই ভূমিষ্ঠ হয়েছে বলে আমাদের ধারণা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।