সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ইলিশ ছাড়াই ফিরছেন জেলেরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সাগর উত্তাল রয়েছে। যার ফলে ইলিশ ছাড়াই তীরে ফিরতে হচ্ছে জেলেদের।

এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চেলে দুই ফুট পর্যন্ত উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা সৈকতের কাছাকাছি জেলেপাড়াগুলো ঘুরে দেখা যায়, স্থানীয় জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে একে একে ফিরে আসছেন।

jagonews24

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, উপকূলীয় এলাকার কাছাকাছি থেকে ছোট নৌকার মাধ্যমে যে সব জেলেরা মাছ শিকার করেন খারাপ আবহাওয়ার কারণে মাছের দেখা পাচ্ছে না। প্রতিটি নৌকায় প্রায় ২৫-৫০ টি জাল সমুদ্রে রেখে আসে। দৈনিক দুবার ওই জাল গুলোকে তোলার জন্য সমুদ্রে নামে জেলেরা।

তারা জানান, আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেকে সমুদ্রে নামতে পারছেন না। আবার যারা নামছেন তারা ঢেউয়ের কারণে সব জাল তুলতে পারছে না।

কুয়াকাটা এলাকার জেলে আব্দুর রহিম জানান, বেলা ১১টার দিকে সাগরে গেছি যাই। ৩০টা জাল তুলছি মাছ পাইছি তিনটা। অনেক ঢেউ তাই টিকতে পেরে চলে আসছি।

jagonews24

আল-আমিন নামের আরেক জেলে জানান, কয়েক সপ্তাহ মোটামুটি ভালো মাছ পেয়েছি। গত কাল থেকে মাছ নেই। আবহাওয়া খারাপ তাই জাল ও মালামাল নিয়ে চলে আসছি।

এদিকে পটুয়াখালীর বড় দুটি মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে গত কালকে থেকেই শতশত ট্রলার এসে নিরাপদ আশ্রয় অবস্থান করছে। এখনো অনেক ট্রলার আসতে পারেনি বলে জানিয়েছেন আড়ৎদাররা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. মোহাম্মদ হাসান মেহেদী, বিএন জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।