আড়াই কেজির এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
আড়তদারের হাতে আড়াই কেজি ওজনের ইলিশ

রাজশাহীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি নগরীর নিউমার্কেটের পাশে অবস্থিত ইলিশ মাছের আড়ত থেকে মাছটি কিনেন স্থানীয় এক ক্রেতা। তবে তিনি নিজের পরিচয় গোপন রাখেন।

এদিকে আড়তের একতা মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মেরাজ হোসেন বাবু ওই দামে ইলিশটি বিক্রির বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, ‘ইলিশটির ওজন ছিল ২ কেজি ৫১৬ গ্রাম। রাজশাহীর ইলিশ বাজারে সাধারণত এত বড় ওজনের ইলিশ আসে না। তবে হঠাৎ এত বড় ইলিশ দেখে বিক্রি না করে আড়তে সাজিয়ে রাখি। অনেকের নজর কাড়ে ইলিশটি। কিনতেও চায় অনেকে। তবে স্থানীয় এক ক্রেতার পিড়াপিড়িতে ৮ হাজার টাকায় বিক্রি করেছি।’

আড়াই কেজির এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি

বাবু আরও বলেন, ‘আমাদের কাছে বড় ইলিশ বলতে সাধারণত এক কেজি ৮০০ গ্রামের মাছ পাওয়া যায়। তবে রাজশাহীর বাজারে আড়াই কেজি ওজনের এমন ইলিশ পাওয়াটা দুর্লভ।’

একতা মৎস্য ভান্ডারে আরেক স্বত্বাধিকারী জানু বলেন, ‘স্থানীয় আড়তদাররা একত্রিত হয়ে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রামের ইলিশের মোকাম থেকে রাজশাহীতে আনেন। নিউমার্কেটের এ মোকামে গড়ে ৫০ থেকে ৬০ মণ ইলিশ আসে। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকের (নিলামের) মাধ্যমে আড়তদার বা মাছ ব্যবসায়ীরা বরফ দেওয়া সেই ইলিশ কিনে নেন। যার ভাগ্যে যে বস্তা পড়ে সে সেই বস্তা ভর্তি ইলিশ দোকানে বা আড়তে নিয়ে যান। বস্তা খুলে মাছের আয়তন ভেদে মাছ দিয়ে দোকান সাজানো হয় এবং আয়তনের ভিত্তিতে মাছের দাম নির্ধারণ হয়।’

আড়াই কেজির এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি

এছাড়া বাজারে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০-১৫০০ টাকা। আড়তদাররাই বলছেন, এখন পর্যন্ত ইলিশের বাজার চাড়া। এরপরও বিক্রি থেমে নেই, ক্রেতারও কমতি নেই।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।