চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সিটের নিচ থেকে প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দ করে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে এ স্বর্ণ জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। আটক ভারতীয় ট্রাকচালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস থেকে পাঁচ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা গেটের সামনে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। ভারতীয় পণ্যবাহী ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে তিন কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কর্নেল মো. আমীর হোসেন আরও বলেন, জব্দ স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি আকারে ছিল। স্বর্ণ ছাড়াও একটি ভারতীয় গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে স্বর্ণের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা ও ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।