পুলিশ মনে করে জুয়ার আসর থেকে পদ্মায় ঝাঁপ, পরদিন মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৪ অক্টোবর ২০২২

নাটোরের লালপুরে পদ্মার চরে জুয়ার আসর থেকে পালাতে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম রানা (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার নবীনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (৩ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

কামরুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়া খেলা চলছিল। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অন্তত ২০-৩০ জন পালিয়ে যান। পালাতে গিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন কয়েকজন। এরমধ্যে নদী সাঁতরে পার হতে গিয়ে কামরুল ইসলাম নিখোঁজ হন। মঙ্গলবার নবীননগর এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ‘গতকাল সেখানে কোনো অভিযানে যায়নি পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।