হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের সাংহাই হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খেলাধুলার জন্য বের হয় দুই শিশু। পরে দুপুরে একই গ্রামের অপর এক শিশু সাংহাই হাওরে দুজনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
লিপসন আহমেদ/আরএইচ/এমএস