প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ অক্টোবর ২০২২

নাটোরের গুরুদাসপুরে জনাব আলী (৬০) নামের এক কৃষকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরপুর মোল্লাপাড়া মহল্লার প্রবাসী জাকির হোসেন গেদনের বাড়িতে দীর্ঘদিন কাজ করতেন কৃষক জনাব আলী। রোববার সকাল ১০টার দিকে হঠাৎ প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম (৫০) চিৎকার করতে থাকেন। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে দেখেন বাড়িতে ওই কৃষক এবং ওই নারী মাটিতে পড়ে আছেন।

পরে রক্তাক্ত অবস্থায় জনাব আলীকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠান।

আহত কৃষক জনাব আলী বলেন, ‘আমি নাছিমা বেগমের কাছে দুই হাজার টাকা পেতাম। সেই টাকা দেওয়ার জন্য আমাকে সকালে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর কৌশলে বাড়িতে থাকা বঁটি দিয়ে আমার গোপনাঙ্গ কেটে দেয়।’

এ বিষয়ে নাসিমা আক্তার বলেন, ‘আমি বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ আমার রুমের পেছনের দরজা দিয়ে এসে জনাব আলী আমাকে জড়িয়ে ধরে। তারপরে আমার ঘরে থাকা বঁটি দিয়ে তার কথা না শুনলে আমাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। এ নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে ঘরের শোকেসের কাচ ভেঙে সে আঘাত পায়।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ-সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। তবে ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।