ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে খুন, ২ আসামির স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১০ অক্টোবর ২০২২
গৃহবধূ সাজেদা হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামি

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩) ও একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২২)।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সাজেদা ইসলামের সঙ্গে গ্রেফতার আবু সাঈদের পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে গত ২৭ সেপ্টেম্বর সকালে আবু সাঈদ ও তার বন্ধু রাব্বী ওই গৃহবধূর বাড়িতে যান। এসময় সাজেদাকে একা পেয়ে তারা দুজন তাকে ধর্ষণের চেষ্টা করলে সাজেদা বাধা দেন। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা সাজেদার হাত-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ১২ দিন পর শনিবার (৮ অক্টোবর) ভোরে আসামি সাঈদ ও রাব্বিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পরে রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রাশেদুজ্জামান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।