বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২২

সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো ১০ পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরতলির মোল্লাপাড়ায় গৃহনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম (পারভেজ) ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম।

jagonews24

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্মসচিব আফজালুর রহমান, শেখ সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মোল্লা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।

নতুন ঘর পাওয়ার সংবাদে খুশি বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর আব্দুস ছাত্তার। তিনি বলেন, ‘বন্যায় ঘরটা গেছে। ধান-পান যা আছিল সব গেছে। মাথাগোঁজার কোনো ব্যবস্থা নাই। যারা মাথাগোঁজার ব্যবস্থা করে দিতরা (দিলো), মহান রাব্বুল আলামিনের কাছে তারার (তাদের) লাগি দোয়া করি।’

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রথম পর্যায়ে ১০টি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে। আমরা সবসময় মানুষের পাশে আছি।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।