পঞ্চগড় আদালতের হাজতখানায় বই পড়ার সুযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১২ অক্টোবর ২০২২

পঞ্চগড়ে আদালতের হাজতখানা ও আসামির কাঠগড়ার পাশে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান দুটি পাঠাগার উদ্বোধন করেন।

সেখানে বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিকদের বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বইসহ আইন বিষয়ক বিভিন্ন বই রাখা হয়েছে। পাঠাগারের নামের সঙ্গে লেখা রয়েছে ‘বই দুঃশ্চিন্তাময় একাকীত্ব জীবনের একমাত্র বন্ধু, যা মানুষকে আলোকিত জীবনে ফিরিয়ে দেয়।’

এর আগেও মতিউর রহমান শীতে আসামিদের কষ্ট লাঘবের জন্য কাঠগড়ায় কার্পেটের ব্যবস্থা করেন। আদালতে নারীদের সঙ্গে আসা শিশুদের তিনি চকলেট প্রদানেরও ব্যবস্থা করেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম বলেন, আদালতে বিচার কাজসহ বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য আসামিদের বিকেল পর্যন্ত হাজতখানায় থাকতে হয়। তাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান তাদের সময় কাটানোর জন্য ছোট পরিসরে পাঠাগার স্থাপন করেছেন।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।