মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৪ অক্টোবর ২০২২
হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক

নাটোর পৌর শহরে মাদক বিক্রির প্রতিবাদ করায় জামাল কাজী (৩৮) নামের এক যুবকের হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের সদর রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার জামাল কাজী শহরের মীরপাড়া মহল্লার বাসিন্দা। হামলার ঘটনায় অভিযুক্ত যুবক মিল্টন ও সাইফুলের বাড়ি শহরের মল্লিকহাটী মহল্লায়।

আহত জামাল কাজীর দাবি, ‘মিল্টন মাদক ব্যবসায় জড়িত। সম্প্রতি তার নিজ এলাকা মল্লিকহাটীতেও মাদক সরবরাহ শুরু করেন মিল্টন। এতে আমি বাধা দেই। ওই ঘটনার জেরে আমার ওপর হামলা হয়। তাদের অস্ত্রের কোপে হাতের কব্জি থেকে মাংস ও রগ কেটে গেছে। সদর হাসপাতালের চিকিৎসকরা সেলাই দিতে না পেরে আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’

প্রত্যক্ষদর্শী নাজমুল শেখ বাপ্পী বলেন, ‘মিল্টন ও সাইফুল জামাল কাজীকে খোঁজ করে না পেয়ে চলে যাচ্ছিলেন। মোটরসাইকেল স্টার্ট দিয়ে তারা পেছনে তাকাতেই দেখে জামাল একটি বাড়ি থেকে বেরিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।’

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত মিল্টন ও সাইফুলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।