সিলেটে ১৫ ঘণ্টায় করোনায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

সিলেটে গত ১৫ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শনিবার (১৫ অক্টোবর) সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারের চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) ডা. মো. মিজানুর রহমান।

এর আগে শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রতিবেদন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৪০, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

ছামির মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।