ছুটির দিনেও পর্যটকশূন্য সুন্দরবন!

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২২
সুন্দরবনের করমজলে নেই পর্যটকের আনাগোনা

বিএনপির গণসমাবেশের একদিন আগ থেকে খুলনা বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ আছে লঞ্চ চলাচলও। ফলে পর্যটকশূন্য হয়ে পড়েছে সুন্দরবন।

সাধারণত ছুটির দিনে ভিড় দেখা গেলেও শুক্রবার (২১ অক্টোবর) থেকে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো খালি পড়ে আছে। ফলে বনবিভাগের রাজস্বও কমছে।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে মাছের প্রজনন মৌসুমসহ করোনায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার। সেপ্টেম্বর সুন্দরবন উন্মুক্ত হলেও কয়েক দফায় লঘু ও নিম্নচাপে কমে যায় পর্যটকের আগমন। এরপরও ধীরে ধীরে পর্যটকদের ভিড় বাড়তে থাকলেও হঠাৎ দুদিনের পরিবহন ধর্মঘটে পর্যটক সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জাগো নিউজকে বলেন, দুদিনের ছুটি থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় কোনো পর্যটক নেই সুন্দরবনে। তাই আমাদের অনেকটা অলস সময় পার করতে হচ্ছে। এ বছর কয়েক দফা বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে পর্যটক কম এসেছে।

তিনি আরও বলেন, ঝড়-জলোচ্ছ্বাসের মৌসুম হওয়ায় এ সময়ে পর্যটক তুলনামূলক কম থাকে। এরমধ্যে আবার ধর্মঘটসহ নানা প্রতিবন্ধকতায় পর্যটকের সংখ্যা কমেছে। এতে রাজস্ব আদায়ও কম হচ্ছে। তবে শীতকালে পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করছি।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।