নিম্নচাপের প্রভাবে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৩ অক্টোবর ২০২২
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, নিম্নচাপের প্রভাবে বরগুনা উপকূলে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

যদিও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ার কারণে বঙ্গোপসাগর ও নদীগুলোতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই বরগুনার সব মাছ ধরার ট্রলার উপকূলের ঘাটেই আছে।

বাংলাদেশ মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সাগরে ও নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই উপকূলের সব জেলেরা তাদের মাছ ধরার ট্রলার নিয়ে ঘাটে আছে।

নিম্নচাপের প্রভাবে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

এদিকে এ বৃষ্টিকে উপকারী হিসেবে বলছেন বরগুনার কৃষকরা। তাদের দাবি বিগত বছরগুলোর তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় জমিতে পানি সংকট দেখা দিয়েছে। এছাড়া অনাবৃষ্টির কারণে জমিতে পোকামাকড় বেড়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে পোকামাকড়গুলো মারা যাবে। এতে ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার কমবে।

পচাকোড়ালিয়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আফজাল মৃধা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ কম। তাই ধানক্ষেতগুলোর পানি শুকিয়ে গেছে। এখন আকাশ মেঘলা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণটা যদি একটু বাড়ে তাহলে কৃষকদের জন্য অনেক উপকার হবে।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।