জিহাদি বইসহ জেএমবির ৫ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০১:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বুজরুক বোলালিয়া এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই, সংগঠনের খরচের বিভিন্ন ভাউচার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেখানে তারা একটি গোপন বৈঠকে মিলিত হয়ে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক বিফিংয়ে এ কথা জানান এসপি মো. আশরাফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আতাউর রহমানের ছেলে সাদাত ওরফে রতন মিয়া (২৩), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া (১৮), জামির মিয়ার ছেলে হায়দার আলি (১৯) ও গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ার মৃত আলেফ মিয়ার ছেলে ওমর ফারুক।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজম্মেল হক জানান, অভিযানকালে বেশ কয়েকজন পালিয়ে গেছেন। গ্রেফতারকৃত ওই পাঁচজন গোপন বৈঠককালে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বিকেলে প্রেস বিফিংয়ে এসপি মো. আশরাফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে জেএমবির ওই চক্রটির গোপন তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এরপর নির্ধারিত কিছু স্পটে নজরদারির ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাত ওই চক্রটির সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে তৎপরতা চালায়।

তিনি আরো জানান, সাদাত ওরফে রতন মিয়া জেএমবির একজন আঞ্চলিক দাওয়াতি প্রধান। রতন মিয়ার নেতৃত্বেই এসব এলাকায় জেএমবি সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের মাধ্যমে আরো কিছু জেএমবি সদস্যদের পরিচয় মিলেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসকিনুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অমিত দাশ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।