ফরিদপুরে হাতুড়ি পেটায় আহত কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধে হাতুড়ি পেটায় আহত আব্দুল খালেক সরদার (৫০) মারা গেছেন। শনিবার (২৯ অক্টোবর) সকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল খালেক উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গত ১৪ অক্টোবর দক্ষিণ আটঘর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খালেক সরদারকে হাতুড়ি পেটা করেন স্ত্রী, দুই মেয়ে ও মেয়ে জামাই। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।