জয়পুরহাটে জুয়ার আসর থেকে শ্রমিক নেতাসহ আটক ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২২

পৃথক অভিযানে জুয়ার আসর থেকে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদসহ ২০ জনকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩০ অক্টোবর) রাতে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া অন্য আটকরা জয়পুরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন থেকে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল বলে র‌্যাবের কাছে অভিযোগ ছিল। রোববার রাতেও ওই জুয়া খেলা হচ্ছে বলে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার ৬০ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামসহ ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।

জেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

রাশেদুজ্জামান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।