ফরিদপুরে পদ্মায় ধরা পড়ছে প্রচুর ইলিশ-পাঙাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০১ নভেম্বর ২০২২

ফরিদপুরে পদ্মা নদীতে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ। সঙ্গে ধরা পড়ছে বড় বড় পাঙাশ। চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জের বিভিন্ন মাছের বাজারে ইলিশের পাশাপাশি দেখা গেছে প্রচুর পরিমাণে পাঙাশ মাছ। জেলেদের ডালায় ডালায় সাজিয়ে রাখা হয়েছে ইলিশ আর পাঙাশ। বিক্রিও হচ্ছে বেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২৯ অক্টোবর) মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর থেকে ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারে ধুম পড়েছে ইলিশ ও পাঙাশ মাছ বেচাকেনার। বিভিন্ন হাটে-বাজারে শোভা পাচ্ছে নানা সাইজের ইলিশ।

jagonews24

মঙ্গলবার (১ নভেম্বর) বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়। এক কেজির ছোট ও নানা আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০-৭০০ টাকায়। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে ইলিশের পাশাপাশি বিভিন্ন সাইজের পাঙাশও ধরা পড়ছে।

উপজেলার চরহাজীগঞ্জ হাট-বাজারের ইজারাদার মো. আলী জাগো নিউজকে জানান, প্রতিদিন জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়ছে। বাজারে ইলিশের আমদানি থাকায় অন্যসব মাছের দামও তুলনামূলক বেশ কম।

jagonews24

মৎস্যজীবী ফরমান মোল্লা, আলি শেখ ও রুস্তম মোল্লা বলেন, ‘কয়েকদিন মাছ শিকার বন্ধ থাকায় আমাদের সাময়িক কষ্ট হয়েছে। তবে এখন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় আমাদের সেই কষ্ট দূর হয়েছে। বেচাকেনাও ভালো হচ্ছে।’

jagonews24

ফরিদপুর সদর উপজেলা থেকে মাছ কিনতে আসা সঞ্জীব দাস জাগো নিউজকে বলেন, নিষেধাজ্ঞার পর নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে শুনে চরহাজীগঞ্জে এসেছি মাছ কিনতে। বাজারে মাছের প্রচুর আমদানি রয়েছে। তবে ইলিশ আর পাঙাশ মাছের আমদানি বেশি। তুলনামূলকভাবে দামও কম। তাই বেশি করে ইলিশ ও কয়েকটি পাঙাশ কিনেছি।

jagonews24

এ বিষয়ে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নদীতে ইলিশের সঙ্গে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে। তবে বর্তমানে বাজারে যেসব ইলিশ পাওয়া যাচ্ছে তারমধ্যে অনেক ইলিশের পেটে ডিম দেখা যাচ্ছে। তবে এখন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় কিছু ইলিশের পেটে ডিম থাকতে পারে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।