পুঠিয়ায় কাটা পা নিয়ে আতঙ্ক


প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা এলাকায় সাত্তার মন্ডলের পুকুরে শনিবার দুপুরে এলাকাবাসী একটি পা ভাসতে দেখে। ধীরে ধীরে জড়ো হয় মানুষ। আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সবার ধারণা খুন।

দ্রুত সংবাদ দেয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে কাটা পা-টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুরু হয় খোঁজ। এরপরে বেরিয়ে আসে কাটা পায়ের রহস্য।

এ বিষয়ে রায়হানা ক্লিনিক কর্তৃপক্ষ জানান, নাটোর জেলার নলডাঙ্গা থানার মমিনপুর এলাকার মৃত কচিম উদ্দিনের ছেলে আখের আলী (৪০) ক্লিনিকে ভর্তি হয়। শুক্রবার চিকিৎসক হান্নান অপারেশন করে আখের আলীর একটি পা কেটে ফেলে। ওই সময় আখের তার এলাকার এক ভ্যানচালককে সেই পা দেন যেন তার বাড়িতে গিয়ে সেই পা মাটিতে পুতে রাখে।

কিন্তু সেই ভ্যানচালক পা-টি নিয়ে গিয়ে গন্ডগোহালী জামতলা এলাকায় সাত্তার মন্ডলের পুকুরে ফেলে দেয়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটা পা-টি উদ্ধার করে। এরপরে খোঁজ নিয়ে জানা যায় এধরনের কাজ হয়েছে উপজেলা সদরে রায়হানা ক্লিনিক থেকে। তারা এক রোগীর পা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে। কিন্তু কাটা পা ঠিকভাবে পুতে না ফেলে সেখানে ফেলে দিয়েছে।

শাহরিয়ার অনতু/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।