নৌকাবাইচ দেখতে মধুমতী পাড়ে লাখো মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৪ নভেম্বর ২০২২

ফরিদপুরের মধুমতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে লাখো মানুষের ঢল নামে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়।

jagonews24

সরেজমিনে দেখা যায়, নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই মধুমতীর দুই পাড়ে ফরিদপুর, মাগুরা, যশোর, ঝিনাইদাহ, নড়াইলসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করে। ওই এলাকার শিশু, কিশোরসহ সব বয়সী নারী-পুরুষ উৎসবে মেতে ওঠে। নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।

jagonews24

মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, রাজবাড়ী ও ফরিদপুরসহ দূর-দূরান্তের ছোট-বড় ১৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে মধুমতীর দুই পাড়ে অন্তত ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে লাখো দর্শকের সমাগম ঘটে। মাঝি-মাল্লাদের হই হই রবে নেচে ওঠে মধুমতী নদীর দুই পাড়।

jagonews24

আয়োজক কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোছা. বেবি নাজনীন, মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।