নৌকাবাইচ দেখতে যাওয়ার পথে লাশ হলেন মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৪ নভেম্বর ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তারা নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মজুরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফ শেখ (৪৫)। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

jagonews24

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বোয়ালমারী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বিলাশ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই শরিফ শেখ মারা যান। আহত অন্যজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলে করে দুজন মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতু এলাকায় মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।