প্লেয়ারই নাই, খেলা হবে না: নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৫ নভেম্বর ২০২২

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, খেলা হবে না। শেখ হাসিনার সামনে কোনো প্লেয়ারই নাই খেলার।

শুক্রবার রাতে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির খুলনা বিভাগীয় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, খেলার প্লেয়ারইতো নাই, খেলা হবে কী করে? ২০১৮ সালে খেলতে নেমেছিলেন তারেক রহমান। এক আসনে তিন প্রার্থী দিয়ে দুজনের কাছ থেকে টাকা নিয়ে একজনরে নমিনেশন দিছেন। এখন টাকা শেষ, আবার বলছেন খেলা হবে। এবার একেক আসনে পাঁচজন করে প্রার্থী দেবেন, আর চারজনের কাছ থেকে টাকা নেবেন। একজনরে মনোনয়ন দেবেন। আবার পাঁচ বছর লন্ডনে আরাম আয়েশে থাকবেন। এ কারণেই তারেক রহমান খেলা হবে বলছেন।

যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন ১১ জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকরা। খুলনা বিভাগের অন্তর্গত সব থানা ও পৌরসভা ইউনিটের সমন্বয়ে ৫০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত হয়।

আলমগীর হান্নান/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।