ক্লান্ত হয়ে ধরা দিলো মুখপোড়া হনুমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৫ নভেম্বর ২০২২

পঞ্চগড়ের সীমান্ত এলাকার আখক্ষেত থেকে একটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। লোকালয়ে মানুষের তাড়া খেয়ে প্রায় চার ঘণ্টা পর ক্লান্ত হয়ে স্থানীয়দের হাতে ধরা দেয় হনুমানটি।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সদরের সাতমেরা ইউনয়িনের ভারতীয় সীমান্ত এলাকার শিতলি হাসনা গ্রামের একটি আখক্ষেতে দেখা যায় হনুমানটি। সন্ধ্যার পর গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে হনুমানটিকে জেলা বন বিভাগে আনা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, আখক্ষেতে হনুমানটিকে দেখে শিশুসহ কয়েকজন তাড়া দেন। তবে এ সময় প্রাণীটিকে ধরা যায়নি। সন্ধ্যার দিকে ক্লান্ত হয়ে হনুমানটি সহজেই স্থানীয়দের হাতে ধরা দেয়। পরে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার পর খবর পেয়ে বন বিভাগ হনুমানটি উদ্ধার করে নিয়ে যায়।

Honu-(1)

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে ভারতীয় সীমান্ত পার হয়েই হনুমানটি লোকালয়ে চলে এসেছে।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতান আলী বলেন, হনুমানটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্যপ্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক বলেন, হনুমান আটক হওয়ার কথা শুনে প্রথমে বন বিভাগকে বিষয়টি জানাই। পরে তারা গিয়ে হনুমানটি উদ্ধার করেন। তবে সংরক্ষণ বা অন্য কোনো বিষয়ে বন বিভাগের কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।