ফরিদপুরে উপ-নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সালথা উপজেলায় নির্বাচন পরবর্তী নৌকার বিজয় মিছিলে হামলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সালথার ভাবুকদিয়া কেন্দ্রে ফলাফল ঘোষণার পর নৌকার একটি বিজয় মিছিল বের করেন পাভেল রায়হান ও সেকেন্দার মোল্যার লোকজন। এ সময় মিছিলে স্থানীয় মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন হামলা চালান বলে প্রতিপক্ষের দাবি। এ নিয়ে পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে বিজয় মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করে মুরাদ মোল্যা জাগো নিউজকে বলেন, ‘আমি পঙ্গু মানুষ। কেনই বা আমার লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাবে। উল্টো আমার লোকজনের ওপর হামলা হয়েছে।’
প্রতিপক্ষ সেকেন মোল্যা বলেন, ‘আমার লোকজনের ওপর মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন হামলা চালিয়েছেন। সংঘর্ষের সময় আমি এলাকায় ছিলাম না।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে।
শনিবার উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার এক লাখ ৩২ হাজার ৪৪০ জন। নির্বাচনে প্রার্থী আছেন দুজন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এন কে বি নয়ন/এসআর/এএসএম