কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৩ এএম, ০৭ নভেম্বর ২০২২

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে মোটরযোগে এক নারী ও এক পুরুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী।

ওসি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।