পঞ্চগড়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ১৫ দিনের কারাদণ্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আবু হানিফ (৫০) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। পরে দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আবু হানিফ ওই এলাকার গোলে রায়হান শিক্ষা নিকেতনের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে তাকে আটক করা হয় এবং তিনি উত্ত্যক্ত করার অভিযোগ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা।
এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহসহ পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কালান্দিগঞ্জ গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, তিনি এর আগেও একাধিকবার একই অপরাধ করেছিলেন। ঘটনার সময় আমরা পাশের এলাকায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি স্থানীয়দের সামনে নিজের অপরাধ স্বীকার করেন। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সফিকুল আলম/এসআর/এএসএম