প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ কল দিয়ে প্রেমিককে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৭ নভেম্বর ২০২২

মাদারীপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে অহিদুজ্জামান বেপারী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় সোমবার (৭ নভেম্বর) দুপুরে অহিদুজ্জামানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রেমিকা (১৯)।

ভুক্তভোগীর পরিবার, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মৃত ফজল বেপারীর ছেলে অহিদুজ্জামান বেপারীর সঙ্গে একই এলাকার ওই তরুণীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রতিদিনের মতো রোববার (৬ নভেম্বর) রাতে তিনি পাশের বাড়িতে একজন শিক্ষার্থীকে পড়াতে যান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।

এ সুযোগে প্রেমিক অহিদুজ্জামান ওই ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অহিদুজ্জামান। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ নম্বরে কল দেন। পরে মাদারীপুর সদর থানা পুলিশ এসে তাকে আটক করে। পরে সোমবার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ করেন তরুণী।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়েকে অহিদুজ্জামান ধর্ষণ করেছে। আমার মেয়ের সম্মান নষ্ট করেছে। আমি ওর কঠিন বিচার চাই।’

ভুক্তভোগী তরুণী বলেন, ‘অনেকদিন ধরেই বিয়ের প্রলোভন দেখিয়ে অহিদুজ্জামান আমার সঙ্গে শারীরিক সর্ম্পক করার চেষ্টা করে। আমি সুযোগ দেইনি। গতকাল রাতে আমি পাশের এক বাড়িতে পড়াতে যাই। এ সময় ও আমাকে অনুসরণ করে ওই বাড়িতে যায়। কেউ না থাকার সুযোগে জোর করে আমাকে ধর্ষণ করেছে। আমি ওর শাস্তি চাই।’

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই মেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।