জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০২২

জয়পুরহাটে পাওয়ারটিলারচালক এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রমজান আলী, তার দুই ছেলে রঞ্জু, শাহীন আলম ও হান্নান। এর মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে আরও তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ফরিদপুর এলাকার আলতাব হোসেনের ছেলে এনামুল হক ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বজরপুর এলাকার ভগ্নীপতির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। রাতে আসামিরা পূর্ব শত্রুতার জেরে এনামুলকে মারপিটের পর হত্যা করে একটি আলুর ক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এনামুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা সদর থানায় সাতজনের নামে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রণাথ মন্ডল জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।