বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:১১ এএম, ১৫ নভেম্বর ২০২২
নাইক্ষ্যংছড়ি সীমান্ত, ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ২ নম্বর ওয়ার্ডের কোনার পাড়া এলাকায় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫, কক্সবাজার। এসময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-ইয়াকিন র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত ১ রোহিঙ্গা নারী আহতের খবর জানিয়েছেন স্থানীয়রা। সর্বশেষ খবর অনুযায়ী, আহত নারীকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছিল।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, বিশেষ কাজে বান্দরবান সদরে আছি। তেমন বিস্তারিত কিছু জানি না। তবে কোনার পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় গেলে বিস্তারিত জানা যাবে।

নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয় দেব জানান, কোনার পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের সঙ্গে ঘটেছে, নিশ্চিত করা যাচ্ছে না।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত তেমন কিছু শুনিনি।খোঁজ নিয়ে পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।