গাজীপুরে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৫ নভেম্বর ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের চত্বর বাজার এলাকায় কালোবাজারে কেনা ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই চাল জব্দ করে।

এ ঘটনায় জড়িত চত্বর বাজারের বিশ্বাস স্টোরের মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও তার কর্মচারী আফজাল হোসেনকে আটক করা হয়েছে। স্বপন শিমুলতলী এলাকার সারোয়ার হোসেন মণ্ডলের ছেলে এবং আফজাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা এলাকার সামসুল হকের ছেলে।

সোমবার রাতে গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সোমবার রাতে হওয়ায় তাৎক্ষণিক চাল পরিবহন করা সম্ভব হচ্ছে না। তাই বাজার কমিটির সভাপতি ও সম্পাদকের জিম্মায় ওই চাল রাখা হবে। মঙ্গলবার সকালে থানা হেফাজতে নিয়ে আসা হবে।

জানা গেছে, নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) চলমান রয়েছে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করছে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও অগ্রাধিকারভিত্তিতে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়ও সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। কিন্তু একটি অসাধু চক্র ওই চাল বেশি দরে কালোবাজারে বিক্রি করছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।