কারাগারে বন্দি স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে গ্রেফতার স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন আমিনুল খন্দকার (৩৫) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আমিনুল খন্দকার, মাদারীপুরের কুলপরদী তালতলা গ্রামের লাল মিয়া খন্দকারের ছেলে। তার স্ত্রী শম্পা পারভীন কাশিমপুর কারাগারে বন্দি।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে বন্দি আছেন শম্পা পারভীন। মঙ্গলবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার স্বামী আমিনুল খন্দকার। স্ত্রীকে দেওয়ার উদ্দেশ্যে পকেটে পাঁচ পুড়িয়া হেরোইন নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি।

কারাগারে প্রবেশের আগেই প্রধান ফটকে (আরপি চেকপোস্ট) তার শরীর তল্লাশি করা হয়। এ সময়ে তার পকেট থেকে পাঁচ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। পরে আকে আটক করে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, ওই ব্যক্তি হেরোইন নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেন। এগুলো স্ত্রীকে দেওয়ার জন্য এনেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।