বান্দরবানে বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে মিললো কিশোরীর মরদেহ
বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে সাবেকুন্নাহার (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ভবনের দারোয়ান আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের একটি লিফটে এ ঘটনা ঘটে।
সাবেকুন্নাহার গোয়ালিয়া খোলা এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সোহেলের বাসায় গৃহকর্মীর কাজ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত থেকে সাবেকুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে দারোয়ান নুরুল আমিন ওপরে যাওয়ার জন্য লিফটের বোতাম চাপেন। দীর্ঘক্ষণ লিফটি নিচে না আসায় তিনি জোরপূর্বক দরজা খুলে ওপরে তাকান। এসময় হঠাৎ লিফটি নিচে পড়ে তিনি আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লিফটের নিচ থেকে তাকে ও ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কারিমুজ্জামান জানান, ওপরে যাওয়ার জন্য দারোয়ান লিফটের বোতাম চাপেন। দরজা না খোলায় তিনি জোরপূর্বক দরজাখুলে উপরে তাকান। এসময় হঠাৎ লিফটি নিচে পড়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে একটি মরদেহ ও দারোয়ানকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।