ফুটবল বিশ্বকাপ

নীলফামারীতে মেতেছেন আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ নভেম্বর ২০২২
র‌্যালি বের করছেন আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সারাবিশ্বকে একত্রিত করার মহামঞ্চ ফিফা বিশ্বকাপ। এ মহামঞ্চ ঘিরে বিশ্বের অন্য দেশে যাই হোক বাংলাদেশ যেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আঁতুড়ঘর বলাই বাহুল্য। অন্য দলের সমর্থকও কম-বেশি আছে। আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে সারাদেশের ন্যায় উন্মাদনায় মেতেছে নীলফামারীবাসীও।

শুক্রবার (১৮ নভেম্বর) নীলফামারীতে ফুটবল বিশ্বকাপ ঘিরে নীলফামারী পৌর শহরে আনন্দ র‌্যালি বের করেন আর্জেন্টিনার সমর্থকরা।

এদিকে ডোমার উপজেলায় কয়েকশ মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা পৃথক র‍্যালি করেন৷ আর জলঢাকায় প্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক র‍্যালি করেন।

এছাড়া শহর পেরিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। কে জিতবে বিশ্বকাপ এ নিয়ে চায়ের দোকান বা খেলার মাঠে তর্ক-বিতর্ক।

নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল করীম। প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা বরাবরই একটি ভালো দল। এবারের স্কোয়াড অনেক ভালো। বিশ্বকাপে অবশ্যই ভালো খেলবে দলটি। এবারের কাপ মেসিদের হাতে যাওয়ার সম্ভাবনাই বেশি।’

ডোমার উপজেলার আর্জেন্টিনা সমর্থক ইয়াসিন সিথুন বলেন, ‘মেসির নেতৃত্বে টানা ৫৩ ম্যাচ অপরাজিত। এবারের বিশ্বকাপেও অপরাজিত থাকবে। আমরা ট্রফি হাতে পাওয়ার উৎসব এখন থেকেই করছি৷’

জলঢাকা উপজেলার ব্রাজিল সমর্থক সবুজ সরকার বলেন, ‘মিছিল আর র‍্যালি দিয়ে দলকে জেতানো যায় না, এ জন্য দরকার ভালো খেলা। ষষ্ঠ বারের মত কাপ পেতে তেমন ভালো স্কোয়াড নিয়ে ব্রাজিল প্রস্তুত।’

প্রভাষক অবিনাশ রায় বলেন, ‘সারাদেশ যেভাবে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে, প্রতিযোগিতামূলক যে আচরণ এতে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আইনশৃঙ্খলা বাহিনীদের সতর্ক থাকা ও সমর্থকদের সচেতনভাবে প্রচার প্রচারণা ও মিছিল করলে এসব এড়ানো সম্ভব। তবে সবাইকে অনুরোধ সমর্থন যেন নাশকতা বা বিশৃঙ্খলা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।