গাজীপুর আওয়ামী লীগ

সম্মেলন শুরুর আগেই সরানো হচ্ছে নেতাদের ফেস্টুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৯ নভেম্বর ২০২২
নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টু খুলে ফেলা হচ্ছে

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার (১৯ নভেম্বর)। দুপুর থেকে শুরু হবে সম্মেলনের মূল কাজ। এরই মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। তবে সম্মেলন শুরুর আগেই সমাবেশস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন।

শনিবার সকালে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠের অনুষ্ঠানস্থলে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিকে সকাল থেকে নেতাকর্মীরা সম্মেলনের উদ্দেশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গাজীপুর শহরের প্রধান সড়কে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান জাগো নিউজকে বলেন, শৃঙ্খলা ও সমাবেশ স্থলের পরিবেশ সুন্দর রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী দায়িত্ব যাদের দেওয়া হচ্ছে তারা ফেস্টুন সরিয়ে নিচ্ছে।

২০১৫ সালের জানুয়ারি মাসে আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাময়িক বরখাস্তকৃত সিটি মেয়র জাহাঙ্গীর আলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট মহনগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। একইসঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিন।

গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর এবারই হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।