তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২২

 

তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার হয়েছেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নিজামুল ইসলাম মজুমদার (৪২)।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ছাগলনাইয়া থানা পুলিশ।

এরআগে সকালে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুলতান মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ থানার সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নিজামুল ইসলাম মজুমদার ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের আবদুস সালাম মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, ছাগলনাইয়া থানার একটি মাদক মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন নিজামুল ইসলাম। তবে তিনি এতদিন পলাতক ছিলেন। সকালে ছাগলনাইয়া থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।