অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২২
ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুত, মূল্য তালিকা না থাকায় এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানোয় আরেক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

jagonews24

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকটরোধে মাওনা চৌরাস্তায় অভিযান চালানো হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।