নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে শহর আলী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২২

নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন শহর আলী নামের এক কৃষক। তার বাড়ি মাগুরায়।

নৌকার আদলে সাজানো মোটরসাইকেল নিয়ে বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করেন শহর আলী। তার এ মোটরসাইকেল দেখতে ভিড় করছেন অনেকে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর স্টেডিয়ামে ঐতিহাসিক জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে শহর আলী

শহর আলী মাগুরার শালিখা উপজেলার সরুসোনা গ্রামের বাসিন্দা।

শহর আলী জানান, তিনি ২৫ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনেছেন। এরপর চট, কাঠ এবং কাপড় দিয়ে নৌকার আদলে মোটরসাইকেলটি সাজিয়েছেন।

‘মুক্তিযুদ্ধের সময় আমার বাবা নৌকায় করে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করতেন। ছোটবেলায় আমাদের বলতেন তিনি বঙ্গবন্ধুর হাত ধরে হেঁটেছেন। সেই থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। এখন পর্যন্ত যেখানেই প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে সেখানেই আমার নৌকার মোটরসাইকেলটি নিয়ে হাজির হয়েছি। তারই ধারাবাহিকতায় এবার যশোরে এসেছি’, যোগ করেন শহর আলী।

নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে শহর আলী

রাত পোহালেই যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ শেষ করেছেন দলীয় নেতাকর্মী ও প্রশাসন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে এটিই প্রথম প্রধানমন্ত্রীর জনসভা।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।