ফেনীতে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখলেন ৩০ হাজার ভক্ত
কেউ পরে এসেছেন নেইমারের মুখোশ, আবার কারো হাতে ব্রাজিলের হলুদ জাতীয় পতাকা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে ফেনী পুরাতন কারাগারের সামনে এভাবেই হাজির হন ৩০ হাজারের বেশি ভক্ত। কারণ একটাই, ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে ব্রাজিলের খেলা দেখা।
কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে ব্রাজিল-সার্বিয়ার খেলা উপভোগ করতে দুই ঘণ্টার জন্য ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পৌরসভার সামনে, পেট্রল পাম্পের সামনে ও ফাইভ স্টার হোটেলের সামনে, স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, ব্রাজিলের সমর্থকরা সারাক্ষণ জয়ধ্বনি দিচ্ছেন নেইমারের নামে। তাদের মধ্যে তরুণ বেশি। তবে কিছু তরুণীকেও দেখা গেছে। প্রথমার্ধে ভক্তরা কিছুটা চুপচাপই ছিলেন। দ্বিতীয়ার্ধের দুই গোলে বিজয় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই।

খেলা শেষে নেইমার ভক্ত দিদারুল আলম বলেন, ‘বড় পর্দায় নেইমারের খেলা দেখতে এসেছিলাম। দুর্দান্ত খেলে প্রিয়দল ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারায়।’
ব্রাজিলের ভক্ত দুলাল তালুকদার বলেন, ‘সবাই মিলে বড় পর্দায় খেলা উপভোগ করেছি। সামনের খেলাগুলোতেও ব্রাজিল ভালো করবে।’
আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস