বেনাপোলে ভ্যানের সিটে মিললো ৯ সোনার বার
যশোরের বেনাপোল সীমান্তে ব্যাটারিচালিত ভ্যান থেকে এক কেজি ওজনের ৯টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে না পারলেও ভ্যানটি জব্দ করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী কাগজপুকুর এলাকায় একটি ভ্যান গতিরোধ করতে গেলে চালক পালিয়ে যায়। ভ্যানটিতে তল্লাশি চালিয়ে যাত্রী বসার সিটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৯টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য সাড়ে ৯৩ লাখ টাকা।
বিজিবি কর্মকর্তা আরও জানান, পালিয়ে যাওয়া ভ্যানচালক শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মহর আলীর ছেলে মিলন হোসেন (৩৫)। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
মো. জামাল হোসেন/এসজে/জিকেএস