রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরও ৭ দিন

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আরও সাত দিন বাড়িয়েছে প্রশাসন। রোববার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের এ দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়।
থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ফের বাড়ানো হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে অন্য উপজেলায় ভ্রমণ করা যাবে।
নিষেধাজ্ঞার সময় বাড়ানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস