চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৮ নভেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যায় কুবেদ আলী (৫০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন।

কুবেদ আলী জেলার ভোলাহাটের মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৮ জুলাই দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়েশা বেগমের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেন কুবেদ আলী। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মামলার একমাত্র আসামি কুবেদ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার রায় দেন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।