বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থী হয়েও জোটেনি পাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৮ নভেম্বর ২০২২

এসএসসির ফলাফলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি শূন্য পাসের তালিকায় আছে। এটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালদহ খড়িঞ্চা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

তিনি বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সে অনুতীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এ প্রতিষ্ঠানের নাম উঠেছে। গত বছর এ তালিকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এছাড়া এ বছর শতভাগ উত্তীর্ণ হয়েছে ৫১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ২৫৫টি।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।