সিদ্ধিরগঞ্জে ২ প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের সুমিলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ জব্দ করে এস আর এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুহুল আমিন ভোলা নামে এক কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস